গণবিরোধী কোন দলকে দেশের দায়িত্বভার দেবে না জনগণ: নিপুণ রায়
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০০ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
দেশবিরোধী কিংবা মব সৃষ্টিকারী, গণবিরোধী রাজনৈতিক কোন দলকে দেশের দায়িত্বভার জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
আজ বৃহস্পডিবার ঢাকা-১৯ সাভার আসনে বিকেলে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশ্যে নিপুণ রায় বলেন, অবশ্যই ভোট বিবেচনার ক্ষেত্রে দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ব্যক্তি যিনি বিগত দিনে দেশ পরিচালনা করেছেন ও নেতৃত্ব দিয়েছেন সে প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু, খোরশেদ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
এএইচ
