ঢাকা, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬,   মাঘ ১০ ১৪৩২

চুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত মেধা তালিকায় ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধা তালিকায় ৯ হাজার ৪৯৮ জন, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ২৮ জন এবং রাখাইন সম্প্রদায়ের ২ জন স্থান পেয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

স্থাপত্য বিভাগে মূল মেধা তালিকায় ৩০৩ জন এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকায় ১ জন স্থান পেয়েছে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত সকল প্রার্থীকে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইন চয়েস ফর্মের প্রয়োজনীয় তথ্য ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। 

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১১টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে। তবে, স্থাপত্য বিভাগের ভর্তিচ্ছুদের জন্য কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।

মেধা তালিকায় স্থান প্রাপ্তদের মধ্য থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মূল মেধাক্রমের প্রথম ১ হাজার ২৫০ জন, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী মেধাক্রমের প্রথম ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের ১ জনকে ডাকা হয়েছে। 

আবার স্থাপত্য বিভাগের মূল মেধা তালিকার প্রথম ১০ জন এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাক্রমের ১ জনকে ডাকা হয়েছে। 

আগামী ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে ভর্তির জন্য ডাকা হয়েছে। এদিন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে সশরীরে নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে। নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাইয়ের পর ওই দিনই শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

পরের দিন ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক চুয়েট শাখায় বিকেল ৩টার মধ্যে জমা প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে, কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে ব্যাংকে জমা দিতে পারবে।

প্রথম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী দফায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ১ মার্চ ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার রেজাল্টও দ্রুততম সময়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চুয়েটের স্নাতক প্রথম বর্ষে (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এএইচ