ব্রিটিশ আইন গ্র্যাজুয়েটদের শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৯:০২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ব্রিটিশ ল’ অ্যালামনাই-এর অন্যতম উদ্যোক্তা ও আয়োজক ব্যারিস্টার রাগীব কবির বলেছেন, বাংলাদেশে ব্রিটিশ আইন গ্র্যাজুয়েটদের একত্রিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, শিগগিরই একটি আনুষ্ঠানিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হবে, যা সদস্যদের পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও উল্লেখ করেন, “ব্রিটিশ আইনি শিক্ষা বাংলাদেশের আইনব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটি আমাদের আইনগত কার্যক্রমের মানোন্নয়ন এবং বৈশ্বিক পরিমণ্ডলে স্বীকৃতি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই উদ্যোগের অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার আশরাফ রহমান, ব্যারিস্টার ইফতেখার হোসাইন সিফাত, ব্যারিস্টার এইচ এম হানিফ, গোলাম রাব্বানী শরীফ এবং জহরলাল দাস।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি বক্তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ব্রিটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, সাবেক বিচারপতি, এ এফ এম আব্দুর রহমান, এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, অনিক আর হক, যারা এই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এই প্ল্যাটফর্মের লক্ষ্য কেবল আইনজ্ঞদের একত্রিত করা নয়; বরং কনটিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট (CPD) কার্যক্রমের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনি নেটওয়ার্ককে আরও সুসংহত করা এবং সদস্যদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি, এটি একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলবে, যা আইনি খাতে উন্নয়ন ও নতুন উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএইচ
