ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬,   মাঘ ১১ ১৪৩২

মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ জানালো ডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, মুছাব্বির হত্যায় জড়িত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ‘দাদা বিনাশ’। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, আধিপত্য বিস্তার ও দখলবাণিজ্যের কারণে মুছাব্বিরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ‘দাদা বিনাশ’ ওরফে দিলীপ। 

কারওয়ান বাজারে চাঁদাবাজিতে এখনও ৮ থেকে ৯টি চক্র সক্রিয় রয়েছে বলেও জানান ডিবি প্রধান। চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়।

মুছাব্বিরকে হত্যা মামলায় গতকাল শুক্রবার ‘শুটার’ মো. রহিমকে নরসিংদী থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করে। এর আগে ১১ জানুয়ারি ডিবি ‘শুটার’ জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ চারজনকে গ্রেপ্তার করে।

ইতোমধ্যে হত্যার দায় স্বীকার করে শুটার জিন্নাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনে মুছাব্বিরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন।

এএইচ