ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬,   মাঘ ১১ ১৪৩২

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ ভিত্তিহীন: মাহদী আমীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের কোনও ভিত্তি নেই। এটা সম্পূর্ণ অপপ্রচার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির রাজনীতি।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. মাহদী বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে– জামায়াতের শীর্ষ নেতার এমন বক্তব্য চরম মিথ্যাচার। তিনি এর নিন্দা জানান।

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। তিনি যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করেছেন, তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই।’

ড. মাহদী আমীন বলেন, এই ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরির জন্য দেওয়া হয়েছে। তার ভাষায়, ‘যদি তাকে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয়, তাহলে সেটি অজ্ঞতা। আর যদি জেনেশুনে বলা হয়ে থাকে, তাহলে এটি একটি রাজনৈতিক অপকৌশল। যেটাই হোক, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি সম্পূর্ণ অপপ্রচার।’

বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির মূল দর্শন—সবার আগে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন ও সমাবেশ হয়েছে। এটাই বিএনপির রাজনীতির বাস্তব চিত্র।’

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

এএইচ