ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬,   মাঘ ১২ ১৪৩২

পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেশ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার | আপডেট: ১০:৪৫ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে সমাবেশ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশকে ঘিরে চট্টগ্রামে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্দর নগরী জুড়ে সাজ সাজ রব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় চেয়ারম্যানকে বরণে প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

সকাল সাড়ে ৭টার দিকে পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।

এদিকে, সমাবেশকে ঘিরে অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধসহ জনশৃঙ্খলা ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সমাবেশকে ঘিরে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্দর নগরী জুড়ে সাজ সাজ রব। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকার মূল সড়ক থেকে অলিগলি। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে। 

দলের নেতাদের আশা, সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মঞ্চের সামনে থাকবে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। তারপরের অংশে সমাবেশে যোগ দেওয়া কর্মীরা থাকবেন।

বিশাল পলোগ্রাউন্ড মাঠের পশ্চিম দিকে ৬০ ফুট প্রস্থ, ১০০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট উচ্চতায় ৬ হাজার বর্গফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে ঢাকা থেকে আগত ৩০জন ও স্থানীয় নেতৃবৃন্দের ৬০ জনসহ মোট ৯০ জন বসার ব্যবস্থা থাকবে। মঞ্চের চতুর্দিকে ৩ স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল পোডিয়াম সুরক্ষিত করা হয়েছে। 

৩ শ’ মাইকের মধ্যে সভাস্থল ছাড়াও পূর্বদিকে নিউমার্কেট, দক্ষিণ-পশ্চিমে দেওয়ানহাট মোড় ও উত্তরে ইস্পাহানী মোড় পর্যন্ত সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা তারেক রহমানের মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, ‘আমরা আশা করি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে রূপান্তর হবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানকে বরণে আমরা প্রস্তুত।’

বিএনপির ঘাঁটি ও স্মৃতিবিজড়িত চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ। ঐতিহাসিক এ মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিবেন।

২১ বছর আগে ২০০৫ সালের মে মাসে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। ওইসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।

এএইচ