বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় কড়া সমালোচনা আফ্রিদির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার
নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের মেনে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে আইসিসির এই নির্দেশনা প্রত্যাখ্যান করেছে বিসিবি। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে আফ্রিদি লেখেন, ‘বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।’
গত বছর চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর আইসিসি ভারতের দাবি মেনে নিয়ে ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে। যদিও অন্য সব অংশগ্রহণকারী দল পাকিস্তানে খেলেছিল, তাদের ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাই যেতে হয়েছিল।
বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে আইসিসি একই নীতি প্রয়োগ করেনি, এমন অভিযোগ করে আফ্রিদি আরো বলেন, ‘ধারাবাহিকতা ও ন্যায্যতাই বৈশ্বিক ক্রিকেট পরিচালনার ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় ও তাদের লাখো সমর্থক সম্মান পাওয়ার যোগ্য, দ্বৈত নীতির নয়। আইসিসির উচিত সেতুবন্ধন তৈরি করা, তা ভেঙে ফেলা নয়।’
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও একই ধরনের মন্তব্য করেন। শনিবার লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনি দ্বৈত নীতি রাখতে পারেন না, যেখানে একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আচরণ করা হয়।’
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
এএইচ
