ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ১২ ১৪৩২

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। আমরা যা বলি, তা বাস্তবায়ন করার চেষ্টা করি। কারণ জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস।’

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ফিরে আমি জনগণের জন্য কিছু বাস্তবসম্মত পরিকল্পনা করেছি। এর মধ্যে অন্যতম হলো-খেটে-খাওয়া নারী সমাজের জন্য ‘ফ্যামিলি কার্ড’। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে অন্তত কিছু সহযোগিতা পাবেন। অনেকেই বলেন, অল্প সহযোগিতায় সংসার চলে না-আমরাও জানি পুরো সংসার চলবে না। কিন্তু এক মাসের চার সপ্তাহের অন্তত এক সপ্তাহ যদি সরকার সহযোগিতা করতে পারে, সেটিও অনেক পরিবারের জন্য বড় সহায়তা হবে।

তিনি আরও বলেন, গৃহিণীদের পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়াতে বিএনপি ‘কৃষক কার্ড’ চালু করতে চায়। এই কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে, যাতে তারা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই প্রয়োজনীয় উপকরণ পেতে পারেন।

ফেনীবাসীর চাহিদার প্রসঙ্গে তিনি বলেন, `ইনশাআল্লাহ, আমরা মেডিকেল কলেজ করব। গ্রামের মানুষ যেন চিকিৎসা সুবিধা পায় সেজন্য সারা দেশে হেলথকেয়ার করতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে মা-বোনদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তাদের কষ্ট করে বড় কোনো অসুখ-বিসুখ না হলে হাসপাতালে আসতে হবে না। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি।’

দীর্ঘ প্রায় দুই দশক পর ফেনীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভাস্থল ও আশপাশের এলাকায় সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। সমাবেশটি জনস্রোতে পরিণত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভায় ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. শাহজাহান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-২ আসনের সংসদ প্রার্থী জয়নাল আবেদীন ফারুক, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী-১ আসনের সংসদ প্রার্থী রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এমআর//