ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ১২ ১৪৩২

নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে এই আসনটি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো: শাহজাহান শিবলীকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষদিন দুপুর ৩টায় আমাকে কেন্দ্র থেকে জানানো হয়। কিন্তু আমার বোন অসুস্থ থাকার কারণে আমি ৫টার আগে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে পারিনি। দেরিতে পৌঁছে কাগজ জমা দেয়ায় আমার মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি।

এই অবস্থায় আসনটি ঘিরে ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ায় আমি আনুষ্ঠানিকভাবে আজ শাহজাহান শিবলীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি। সেইসাথে ১১ দলীয় জোটের সবাইকে একসাথে তার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।

জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। জামায়াতের প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার না করায় এর আগে জোটের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার জামায়েতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর//