প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিয়ে আসা হয়।
আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে। তিনি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও সংগঠনটির সক্রিয় কর্মী বলে ভাষ্য পুলিশের।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আরিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় তার মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর পরিবারের আবেদনে জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির আরিফ মাহমুদকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। জানাজা ও দাফন শেষে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
এমআর//
