ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। একই সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর//