টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫০ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
গাজীপুরের টঙ্গীতে বনমালা এলাকায় জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় ৫ লাখ ৪০ হাজার জাল টাকা, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান চালায় র্যাব-১। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারবার।
অভিযানে আটক তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোটসহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ
