ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৪ ১৪৩২

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানি উপদেষ্টা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:২৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে। এই পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।’

তিনি বলেন, ‘নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।’

বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে, সে জন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করে কাজ এগিয়ে রেখে গেছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা জানান, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুঃসংবাদই বটে। কেননা চলতি জানুয়ারি থেকে নতুন কাঠামোতে তারা বেতন পাবেন এমন একটি ধারণা তাদের মধ্যে জন্মেছিল। এখন বিষয়টি বলতে গেলে ঝুলে গেল। নতুন সরকার এসে এ বিষয়টিতে হাত দিতে সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এএইচ