খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভাষানটেক বিআরপি মাঠে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, এলায়েন্স ফর ট্রান্সফরমেশন-এর সভাপতি শাহ নাজিম উদ্দীন মুনান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এনামুল কবির শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজীব, থানা নেতা শফিক, কিরণ, রাব্বিসহ রূপনগর, পল্লবী ও ক্যান্টনমেন্ট থানার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এমআর//
