কাল রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত সমাবেশ মঞ্চ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসমাবেশের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার আগমন ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির সমাবেশ মঞ্চ। আয়োজকদের দাবি, এই সমাবেশে প্রায় ৫ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দলীয় সূত্র জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে রাজশাহী জেলা, মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাবেশে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।
সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের পাশাপাশি স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম, বড় এলইডি স্ক্রিন এবং আলোকসজ্জা। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মী দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, সেখানে অনেক নেতাকর্মীরা ভিড় করছেন। সমাবেশ মঞ্চসহ ও যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। সেখানে রাজশাহী মহানগর, জেলা এবং বিভাগীয় নেতারা অবস্থান করছেন। সমাবেশের যাবতীয় বিষয় তারা তদারকি করছেন।
মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, তারেক রহমানের এই সমাবেশ রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় হবে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই—দেশের মানুষ পরিবর্তন চায়।
জেলা বিএনপির নেতারা জানান, আশপাশের জেলা ও বিভাগ থেকেও নেতাকর্মী ও সমর্থকরা রাজশাহীতে আসবেন। এ লক্ষ্যে পরিবহন ও অবস্থান ব্যবস্থাপনায় আলাদা কমিটি কাজ করছে। তার বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সব মিলিয়ে রাজশাহীতে তারেক রহমানের সমাবেশকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতারা আশা করছেন, এই জনসমাবেশ রাজশাহীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত বলেন, তারেক রহমান রাজশাহী বিভাগের সন্তান। এ নিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। রাজশাহী জেলা ও মহানগরসহ চার জেলার নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করবে। আমরা আশা করছি, এই সমাবেশে ৫ লাখ মানুষের সমাগম ঘটবে। সুন্দরভাবে এই সমাবেশ শেষ হবে আশা করছি।
এএইচ
