সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে গঠিত সশস্ত্র বাহিনী বেতন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার বেলা ২টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। এসময় লে. জেনারেল মো. ফয়জুর রহমানের সাথে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবদেন গ্রহণ করে অর্থ উপদেষ্টা সকলকে এই কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে এই কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এএইচ
