সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৯ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
গাজীপুরে শ্রীপুরে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা ও মারধরের শিকার পুলিশের দুই সদস্য। এসময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্বজনরা। হামলার জরিত আসামির মেয়েকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে শ্রীপুরের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক ও শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, ২০১৯ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল মতিন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত মতিনের মেয়ে তিশা পুলিশ সদস্যদের ডাকাত বলে ডাক চিৎকার শুরু করলে স্বজনরা একত্রিত হয়ে পুলিশের উপর হামলা ও মারধর শুরু করে।
পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, আসামি গ্রেপ্তার করতে গিয়ে দুজন পুলিশ মারধরের শিকার হয়েছে। এ ঘটনায় মতিনের মেয়ে তিশাকে আটক করা হয়েছে।
এএইচ
