ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৬ ১৪৩২

সাত বছর পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান। এর আগে ২০১৮ সালের অক্টোবরে সবশেষ অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল পাকিস্তান।  

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে সালমান আগার দল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে স্বাগতিক পাকিস্তান। জবাব দিতে নেমে সমান ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান পর্যন্ত তুলতে পারে সফরকারীরা।

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু শর্ট (৪ বলে ৫) ও ট্রাভিস হেডকে ফেরান সাইম আইয়ুব। অজি অধিনায়ক হেড ১৩ বলে ২৩ রান করে ফেরেন।

এরপর ৪০ রান যোগ করেন ক্যামেরন গ্রিন ও ম্যাট রেন’শ। তবে দলীয় ৬৮ রানের মাথায় রেন’শ (১৫) ও কুপার কনোলি (২) আউট হলে বিপদ বাড়ে অস্ট্রেলিয়ার। এই খাদ থেকে আর বের হতে পারেনি সফরকারীরা।

দলের রানের গতি যায় থমকে। এক শ’ রানের আগে মিচেল ওয়েন (৮) ও ক্যামেরন গ্রিন (৩১ বলে ৩৬) বিদায় নিলে বিপদে পড়ে যায় অজিরা। ১১২ রানের মাঝে ফেরেন জ্যাক এডওয়ার্ডস ও জশ ফিলিপও।

শেষদিকে হারের ব্যবধান কমান জেভিয়ের বার্টলেট ও অ্যাডাম জাম্পা। ৩৪ রানের অপরাজিত জুটি গড়ার পথে একাই ২৫ বলে ৩৪ রান করেন বার্টলেট।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করেন লেগ স্পিনার আবরার আহমেদ। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। ৩ ওভারে ২ উইকেট নেয়া সাইমের খরচ ২৯ রান।

এর আগে, পাকিস্তান দেড় শ ছাড়ানো সংগ্রহ পায় দলের সবার সম্মিলিত অবদানে। সাহিবজাদা ফারহান (০) মারলেও ২২ বলে ৪০ রান করেন সাইম। তিনে নেমে ২৭ বলে ৩৯ রান করেন অধিনায়ক সালমান।

এর বাইরে বাবর আজম ২০ বলে ২৪ ও উসমান খান ১৪ বলে ১৮ রান করেন। তবে শেষদিকের ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান আরো বড় সংগ্রহ গড়তে পারেনি। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

এমআর//