তারেক রহমান খুলনায় আসছেন সোমবার, নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা
আশরাফুল ইসলাম নূর, খুলনা
প্রকাশিত : ১১:১৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে খুলনা আসছেন আগামী সোমবার (২ ফেব্রুয়ারি)। বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী সোমবার প্রায় ২৪ বছর পর তিনি খুলনায় আসছেন। এ উপলক্ষে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। খুলনায় নির্বাচনী জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গসংগঠনকে দলীয়ভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন স্মরণীয় করে রাখতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান প্রচারণার অংশ হিসেবে খুলনায় এসেছিলেন।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পি বলেন, “দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছি।”
তিনি আরও বলেন, “নেতাকর্মীরা তাকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে। খুলনা জেলা বিএনপির নেতৃত্ত্বে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন।”
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নগর ও জেলা বিএনপি প্রস্তুতি নিচ্ছে। খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ৫ থেকে ৬ লাখ নেতাকর্মী উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে।”
এমআর//
