ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৮ ১৪৩২

জাসাসের হাতিরঝিল থানার ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ঢাকা মহানগর উত্তরের আওতাধীন হাতিরঝিল থানা শাখার ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে আহ্বায়ক, নাহিদা খানম ও মোহাম্মদ সাইফুর রহমান (রিপন) কে যুগ্ম আহ্বায়ক এবং রিয়াজুল হক (রুবেল) কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটিতে আরও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ গোলাম ছারোয়ার, মো. আকবর হোসেন, রফিকুল ইসলাম খান, হেলাল উদ্দিন বীথী, মোহাম্মদ ইকবাল চৌধুরী, মো. ইকবাল মাহমুদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মো. শাহ ইমরান চৌধুরী, এ. কে. এম. জাহাঙ্গীর আলম, মোঃ মোস্তফা কামাল, মোঃ আলী আশরাফ, শামসুল হুদা স্বপন, মোঃ আতাউর ইসলাম, মোহাম্মদ আমিন বেগম ও রঞ্জন আরা বীথী।

জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন আনু ও আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। 

এদিকে রামপুরা, হাতিরঝিল, আদাবর, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট থানা জাসাসের পরিচিতি ও কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফুল ইসলাম স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, রাফিজা আলম লাকি এবং যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম প্রধান হোসনে রব্বানী শাহীন।

এছাড়াও অনুষ্ঠানে জাসাস ঢাকা মহানগর উত্তরের অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর//