ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

চকরিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন এলাকার ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে মোহাম্মদ বাদশা মিয়া (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত বাদশা মিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলির বাপের পাড়া গ্রামের মৃত আশরাফ উজ্জমানের ছেলে। তিনি মৎস্যজীবি জেলে।

পরিবারের বরাত দিয়ে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ হোসেন বলেন, বাদশা মিয়া প্রতিদিনের মতো শনিবার ভোরে সঙ্গীয় মৎস্যজীবি জেলেদের সঙ্গে উপকূলীয় চিংড়ি ঘের এলাকার ১১ একর পয়েন্টে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যান। এসময় জালের সঙ্গে আটকে গেলে তিনি নদীতে নেমে নিখোঁজ হন। 

পরে সঙ্গীয় থাকা অপর মৎস্যজীবি ও আত্মীয়-স্বজনেরা দীর্ঘক্ষণ সন্ধান চালিয়ে বেলা বারোটার দিকে শরীরে জাল পেঁচিয়ে অবস্থায় তার মৃত উদ্ধার করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি শুনেছি। পরিবার সদস্যরা এব্যাপারে যেভাবে সহযোগিতা চাইবে আমরা দেব।
কেআই//