ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

আদ্দিস আবাবায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ইথিওপিয়ায় আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে অত্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে স্মরণসভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৫ আগস্ট) এক বিশেষ অনুষ্ঠানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী, সুদান ও দক্ষিণ সুদানে বসবাসরত বাংলাদেশী নাগরিক এবং আমন্ত্রিত কিছু ইথিওপিয়ায় নাগরিক এতে উপস্থিত হন। 

এসময় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং দোয়ার মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তাঁর পরিবারবর্গ, শহিদ শেখ কামালসহ এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করা হয়। 

শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত পৃথক পৃথক বাণী আগত অতিথিদের উদ্দেশ্য পাঠ করে শোনানো হয় ও শহিদ শেখ কামাল-এর জীবন ও কর্মকাণ্ডের উপরে দুটি (ভিডিও) প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। 

অনুষ্ঠানে ইথিওপিয়ায় ও দক্ষিণ সুদান থেকে বেশ কয়েকজন বাংলাদেশি স্বতঃস্ফূর্ত মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তাঁরা শহিদ শেখ কামাল-এর কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। 

অনুষ্ঠান উপলক্ষে দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩-তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইথিওপিয়া, সুদান ও দক্ষিণ সুদানের প্রবাসী বাংলাদেশী ও স্থানীয়-বিদেশি ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

তিনি শেখ কামালের এই সংক্ষিপ্ত জীবনে জাতির জন্য ক্রীড়া ও সংস্কৃতিক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। বিশেষ করে নব্য স্বাধীন দেশের পুনঃগঠন ও উন্নতির 'যুবশক্তির যথাযথ সংগঠন ও ব্যবহারের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য শহিদ শেখ কামালের নাম চির স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি সকলকে শেখ কামালের ত্যাগ ও জাতিগঠনে তার উৎসাহে উজ্জ্বীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহবান জানান।

বাংলাদেশের ও অন্যান্য উন্নয়নশীল দেশের যুবকদের জন্য শহিদ শেখ কামালের জীবন সব সময়ই একটি উজ্জল উদাহরণ হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে আগত অতিথিদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। 
কেআই//