ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ইতালির মিলানে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

গত (৫ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের কনস্যুলেট সভা কক্ষে অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নিমিত্তে কনসাল জেনারেল জনাব এম জে এইচ জাবেদের নেতৃত্বে উপস্থিত ব্যক্তিবর্গ তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 

এসময় ১৫ আগস্ট ১৯৭৫ তারিখে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শোক জ্ঞাপনের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। উত্তর ইতালিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। 

এসময় উপস্থিত বক্তাগণ সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ কামাল যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তা তুলে ধরেন। তাঁর জীবনাদর্শ ও নেতৃত্বের গুণাবলি যুবক সম্প্রদায়ের চলার পথে অনুসরণীয় আদর্শ মর্মে তারা মতামত ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের কনসাল জেনারেল এম জেএইচ জাবেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ক্রীড়া ও সংস্কৃতির অঙ্গনে সংগঠক হিসেবে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এসময় বাংলাদেশের ক্রীড়া জগতে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর অবদানকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও ইতালির ফুটবল ক্লাবসমূহের মধ্যে সেতু বন্ধন স্থাপনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান উদ্যোগ গ্রহণ করবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।  

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের সকল কর্মকর্তা-কর্মচারি এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গের সম্মিলিত মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
কেআই//