ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

ঘরের মেঝে খুঁড়ে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:১৮ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৪৪ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার

ছবি : মৌলভীবাজারে চাচাতো ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে শিশুর লাশ উদ্ধার।

ছবি : মৌলভীবাজারে চাচাতো ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে শিশুর লাশ উদ্ধার।


মৌলভীবাজারে চাচাতো ভাইয়ের বসত ঘরের মেঝে খুঁড়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামের আল আমিনের বসত ঘর থেকে রোববার রাবত এই লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম কামরান আহমদ তামিম (৬)। সে ওমান প্রবাসী কয়েছ মিয়ার ছেলে।

মৌলভীবাজার থানার ওসি মো. সোহেল আহাম্মদ জানান,রোববার রাতে শিশু কামরানের চাচাতো ভাই আল আমিনের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের মেঝে খুঁড়ে মুখেচোখে টেপ দিয়ে মোড়ানো কামরানের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৫জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কামরানের চাচাতো ভাই আল আমিন (২৬), আল আমিনের বন্ধু রবিউল মিয়া (২৫) ও জনি মিয়ার (২২) নাম প্রকাশ করেছে পুলিশ।

নিহত শিশুর দাদা এবাদত মিয়া জানান, কামরান বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির উঠোনে সাইকেল চালাচ্ছিল। সেখান থেকে নিখোঁজ হয়। বিকালে তার চাচা রাসেলের ফোনে কল করে এক ব্যক্তি ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা অভিযান চালায়। পুলিশ আল আমিনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, ঘরের মেঝে খুঁড়ে কামরানের লাশ উদ্ধার করে। পারিবারিক দন্দ্ব ও মুক্তিপণ আদায়ের জন্যই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

//এআর