ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ওয়াকারের পরামর্শ : নারী ক্রিকেটারদের না

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

‘নারী ক্রিকেটের বিশ্বকাপ ৩০ ওভার করা উচিত’— ওয়াকার ইউনিসের এমন পরামর্শের প্রতিবাদ জানিয়েছেন নারী ক্রিকেটাররা। নারী ক্রিকেটারদের কাছে ওয়াকারের এই মন্তব্য বিভ্রান্তিকর ও কিছুটা অবমাননাকর।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার নিজের এক টুইটে লেখেন, নারী টেনিস যেমন ৫ সেটের জায়গায় ৩ সেটে খেলা হয়, একইভাবে নারী ক্রিকেটের বিশ্বকাপ ৫০ ওভার থেকে ৩০ ওভারে নামিয়ে আনা উচিত। ওয়াকার অবশ্য তাঁর এই টুইটে হ্যাশট্যাগ দিয়ে সাজেশন কথাটা লিখেছেন।

এর জবাবে অস্ট্রেলীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যাশলি হিলি বলেছেন, ৫০ ওভারের ক্রিকেটে ৫৩০ রান হওয়ার পরেও খেলাটা আপনার কাছে রোমাঞ্চিত করতে পারছে না। অথচ এই ম্যাচেই নারী ক্রিকেটের অন্যতম সেরা দুটি ইনিংস দেখেছে ক্রিকেট দুনিয়া।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেস জনাসেন লিখেছেন, ওয়াকারের এই মন্তব্য ‘বিভ্রান্তিকর’ ও নারীর প্রতি ‘কিছুটা অবমাননাকর’।

সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।

আর/ডব্লিউএন