ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

ব্যাংক এশিয়ার ১২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:২১ পিএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার

বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ব্যাংক এশিয়ার ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে সোমবার এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় সাফওয়ান চৌধুরী এবং এ.এম. নুরুল ইসলাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬ সালের জন্য ঘোষিত ১২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৮৭ কোটি টাকায় উন্নীত হয়েছে বলেও জানানো হয়।

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা প্রাণবন্ত হয়ে ওঠে। তারা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ২০১৬ সালের হিবাস অনুমোদন করেন।

আরকে/ডব্লিউএন