ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

গেন্ডারিয়ার গ্যাস লাইনে বিস্ফোরণ: দগ্ধ ৭

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৫ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০১:৩২ পিএম, ৫ জুলাই ২০১৭ বুধবার


রাজধানীর গেন্ডারিয়ায়  গ্যাসের লাইনের ফুটো থেকে ছড়িয়ে পড়া গ্যাসের বিস্ফোরণে দুই শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা সবাই একই পরিবারের। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ছয়টার দিকে গেন্ডারিয়ার হালকা নগর মসজিদের পাশের একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। আহরা হলেন-শরীফা, তার মা শাহিদা বেগম, বাবা শরীফ আহমেদ, ভাই শুভ, নানি আলেয়া, খালু আলী আকবর ও খালা শাহনাজ বেগম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গ্যাসের লাইনের ফুটো থেকে গ্যাসের বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ইন্সপেক্টর মাহামুদুল হক গণমাধ্যমকে জানান, গেণ্ডারিয়ার হালকানগরের ৫৭/বি নম্বর বাসায় রান্নাঘরে গ্যাসের লাইন ফুটো হয়ে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ৭ জন দগ্ধ হন। তাদের বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা বলছেন, শরীফার শরীরের ২ শতাংশ, শাহিদা বেগমের ২৫ শতাংশ, শরীফ আহমেদের ৪৫ শতাংশ, শুভর ৮ শতাংশ, আলেয়ার ৩৩ শতাংশ, শাহনাজ বেগমের ৯ শতাংশ ও আলী আকবরের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

//এআর