ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

গাইবান্ধার চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান

প্রকাশিত : ১০:০৬ এএম, ৫ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ৫ জুলাই ২০১৭ বুধবার


গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার ভোর থেকে সদর উপজেলার কামারজানি ও মোল্লারচরের চরাঞ্চলে এই বিশেষ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।

কাউন্টার টেররিজম ইউনিট, ডিবি, জেলা ও থানা পুলিশের সমন্বয়ে শতাধিক সদস্যের একটি দল এই অভিযানে অংশ নিচ্ছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো.মইনুল হক গণমাধ্যমকে জানান, জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধা সদরসহ সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলগুলোতে অভিযান চালানো হচ্ছে। অভিযান চালাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রযেছে।

অভিযানে অংশ নেয়া গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমে বলেন, চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া নৌ-ডাকাত গ্রেফতারেও অভিযান চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতিমধ্যে চরাঞ্চলের কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকা ঘিরেই অভিযান চালানো হচ্ছে।

চরাঞ্চলে অভিযান চলাকালে সকাল ১০টা পর্যন্ত কোনো জঙ্গি আস্তানার সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

//এআর