ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

লন্ডনের ক্যামডেন লক মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১১:০৮ এএম, ১০ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৮:১৫ এএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার

যুক্তরাজ্যের লন্ডন শহরে ক্যামডেন লক মার্কেট নামে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার লন্ডন ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

টুইটারে লন্ডনের ফায়ার সার্ভিস বলেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু পুরোপুরি নিভাতে সকাল পর্যন্ত কাজ করবে দমকল কর্মীরা। এর আগে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের অন্তত ৭০ কর্মী।

স্থানীয় সময় রোববার রাত ১২টা ১০ মিনিটে উত্তর লন্ডনের ওই ভবনে আগুন লাগে। এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তারা সেখানে কেনাকেটা করতে যান।

ভবনটির তিনটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। বাজারের আশপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জোয়ান রিবস নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ওই ভবনটিতে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। ভবনটির আশপাশে বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে।

লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। ১০টি ফায়ার ইঞ্জিনও রয়েছে সেখানে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অ্যাম্বুলেন্স সংস্থা বলছে, ঘটনাস্থলে চিকিৎসক দল ও হ্যার্জাডাস অ্যারিয়া রেসপন্স টিম পাঠানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছেন কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।

এর আগে ১৩ জুন লন্ডনের উত্তর কেনসিংটন এলাকার গ্রেনফেল টাওয়ার নামে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। আগুনে নিহত হন কমপক্ষে ৭৯ জন। আহত হন অনেকেই। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও ছিলেন।

//আর