ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

নিষেধাজ্ঞায় সমস্যা হবে না : কাতারের গভর্নর

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৪২ পিএম, ১২ জুলাই ২০১৭ বুধবার

কাতারের ৩৪ হাজার কোটি মার্কিন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ রিজার্ভ থাকায় কোনো ধরনের নিষেধাজ্ঞায় দেশটির সমস্যা হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শেখ আব্দুল্লাহ বিন সাউদ আল থানি সংবাদ চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে চার হাজার কোটি ডলার রিজার্ভের পাশাপাশি স্বর্ণের মজুদও রয়েছে। এছাড়া কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষের কাছে রয়েছে আরো ৩০ হাজার কোটি ডলারের রিজার্ভ।

থানি বলেন, এই রিজার্ভ থাকায় দেশটি প্রতিবেশী শক্তিশালী আরব দেশগুলোর নিষেধাজ্ঞার চাপ ‘সহ্য করতে পারবে। যেকোনো ধরনের ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত নগদ অর্থ আমাদের আছে। এটি আমাদের পদ্ধতির সার্থকতা।

তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতারের তেল-গ্যাস সেক্টরের দীর্ঘমেয়াদি চুক্তিগুলো কোনো ঝামেলা হয়নি। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকরী আইন প্রতিষ্ঠা করেছি আমরা।

উল্লেখ্য, জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। পাশাপাশি কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেয় ওই চারটি দেশ। কাতার এই অভিযোগ অস্বীকার করলেও এরপর থেকে কাতারের পুঁজিবাজার দুর্বল হয়ে পড়ে এবং কাতারি দিনার অস্থিতিশীল হয়ে যায়।

সূত্র: সিএনবিসি। 

 

 

আর/ডব্লিউএন