ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

এবার শাহজালালে ১৯টি আগ্নেয়াস্ত্র আটক

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১১ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৯টি আগ্নেয়াস্ত্র আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। এর দুইদিন আগে বিমানবন্দর থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে ধরা পড়া অস্ত্রের মধ্যে রয়েছে ওয়ালথার পিপি ১৪টি ও ৫টি এইচকেফোর ব্র্যান্ডের পিস্তল।

এগুলো মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির নামে আমদানি করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।

মইনুল খান বলেন, এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র আনেইমরান আর্মস অ্যান্ড কোম্পানি।

আমদানি নীতি অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে।

মইনুল খান বলেন, ‘আমদানি করা ওই সব অস্ত্রের মধ্যে ১৯টি অস্ত্র পুরনো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানান তিনি।

এর আগে গত রোববার বিমানবন্দরের এয়ারকার্গো থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি পিস্তল আটক করা হয়।

ডব্লিউএন