ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

৫৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

সারাদেশে ৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। এছাড়া কয়েকটি জেলা পরিষদ ও পৌরসভায় বিভিন্ন পদে উপনির্বাচন ও পূণ:ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ৫৬টি ইউনিয়নের মধ্যে ২২টিতে সাধারণ, ৩৪টিতে উপনির্বাচন, ২টিতে পুনরায় ভোটগ্রহণ, আর পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো সংঘাতের খবর পাওয়া আসেনি।

ব্রাহ্মণবাড়িয়ার মোট আটটি ইউনিয়নে উপনির্বাচনে ভোট চলছে। টাঙ্গাইল সদর উপজেলায় ৩টি ও মধুপুর উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

//এআর