ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

উত্তর কোরিয়া স্বল্পমাত্রার মিসাইল ছুঁড়েছে সাগরে

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০৫:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার

NKoreaতিনদিন পর ফের সাগরে স্বল্পমাত্রার মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পশ্চিম উপকূল থেকে এই মিসাইল ছোঁড়া হয়, যা প্রায় দু’শ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়ে। এর আগে গেলো শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ আরোপের পর সাগরে মিসাইল ছুড়ে দেশটি। স্যাটেলাইট উৎক্ষেপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার নির্বাহী ক্ষমতা বলে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে যুক্তরাষ্ট্রে, উত্তর কোরিয়া সরকারের সব সম্পদ বাজেয়াপ্তসহ বন্ধ হয়ে গেছে বিনিয়োগ ও রফতানি।