ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

হাল চাষের সেই কিশোরীদের পাশে সরকার

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৩ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০১ এএম, ১৪ জুলাই ২০১৭ শুক্রবার

অভাবের সংসারে গরু কিনতে না পারায় ভারতের মধ্যপ্রদেশে সম্প্রতি দুই কিশোরী মেয়ের কাঁধে জোয়াল তুলে হালচাষ করানোর ঘটনা সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকার।

প্রথমে বিষয়টি আড়াল করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত সেই দুই কিশোরীর দায়িত্ব নিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য প্রশাসন। সেইসঙ্গে কৃষক বাবা সরদার বারেলাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, চাষি সরদার বারেলার দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে সরকার। এছাড়া কৃষক বারেলাকে চাষের সামগ্রী কিনে দেওয়া হবে।

এর আগে সরদার বারেলা জানিয়েছিলেন, লাঙল চালাতে বলদ কেনার মতো টাকা নেই তার। তাই মেয়েদের দিয়ে লাঙল চালিয়ে হালচাষ করছেন তিনি। তার দুই কন্যা ১৪ বছরের রাধিকা আর ১১ বছরের কুন্তীকে টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে।

কৃষক সরদার বারেলা ও দুই কন্যার খবর জানতে পেরে কর্নাটকের কৃষিমন্ত্রী ডি কে শিবকুমার তাদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায়তার কথা জানান।

মধ্যপ্রদেশের সেহর জেলার ২০ শতাংশ বাসিন্দা দারিদ্র সীমার নিচে বসবাস করেন। আদিবাসী অধ্যূষিত এই এলাকার প্রধান পেশা কৃষিকাজ। গত এক মাসে আর্থিক অনটনের কারণে মধ্যপ্রদেশে ৫১ জন কৃষক আত্মহত্যা করেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ছিল সেহর জেলায়।

আরকে/ডব্লিউএন