ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

আইপিএলে ফিরছে চেন্নাই ও রাজস্থান

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৪:২০ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ফিরতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ফিক্সিংয়ের কালিমা মেখে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল এই দুই ফ্র্যাঞ্চাইজি। তাদের ফিরে আসার খবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০১৩ মৌসুমে আইপিএল-এ ম্যাচ পাতানোর অভিযোগের প্রমাণ মেলায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয় দুই ফ্র্যাঞ্চাইজি। ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত লোধা প্যানেল এ সিদ্ধান্ত নেয়।

একইসঙ্গে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মিয়াপ্পন ও রাজ কুন্দ্রাকে ক্রিকেট থেকে আজীবনের নিষেধাজ্ঞা দেয় প্যানেল। যাতে দুই বছর টুর্নামেন্টে আর অংশ নিতে পারেনি ওই দুই দল। তবে আগামী আসরে ফিরবে এই দুই দল।

চেন্নাই সুপার কিংস এর আগে দুইবার আইপিএলের শিরোপা জিতেছিল ২০১০ ও ২০১১ সালে। রাজস্থান জিতেছিল উদ্বোধনী আসরের শিরোপা।

আর/ডব্লিউএন