ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

২২শে মার্চ সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয় লাল-সবুজ পতাকার ছবি

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৬ এএম, ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার

একাত্তরের ২২শে মার্চ ঢাকার সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় বড় করে ছাপা হয় বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি। এর আগেই তৈরি করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি। এদিন ইয়াহিয়া, জুলফিকার আলী ভুট্টো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। অসহোযোগ আন্দোলনের ২১তম দিন, একাত্তরের ২২শে মার্চ রমনায় প্রেসিডেন্ট ভবনে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ইয়াহিয়া, বঙ্গবন্ধু ও ভুট্টোর মধ্যে। দেশের চরম উত্তেজনা আর প্রচন্ড বিক্ষোভের মধ্যেও সমগ্র জাতির দৃষ্টি ছিল ঐ বৈঠকের দিকে। প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে এসে বঙ্গবন্ধু নির্দেশ দেন অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার। আলোচনায় ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া ২৫শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। রাজপথে নেমে আসে লাখো জনতা। অন্যদিকে বৈঠক শেষে উপদেষ্টাদের নিয়ে আবারো বসেন জুলফিকার আলী ভুট্টো। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিপলস পার্টির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানিরা মেনে নিতে পারে না। এটি যে ক্ষমতা হস্তান্তরের কালক্ষেপন তা বুঝতে বাকি থাকে না বংলার জনগনের। এদিনও জয় বাংলা স্লোগানে মুখরিত হাজার হাজার জনতা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের দিকে ছুটে যান। বঙ্গবন্ধু বলেন, বন্দুক, কামান, মেশিনগান কোন কিছুতেই জনগণের স্বাধীনতা রোধ করা যাবে না। এসময় বাংলার লাল সবুজ পতাকা ২৩শে মার্চ পাকিস্থান দিবসে সারাদেশে ওড়ানোর আহবান জানান তিনি। দেশের চারিদিকে ছড়িয়ে পরে বিক্ষোভ। এদিন, যশোরে লাঠি, তীর ধনুক নিয়ে মিছিল বের করে সেচ্ছাসেবক বাহিনী। চাঁদপুর, সিলেটসহ সারা দেশে হয় বিক্ষোভ মিছিল।