ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

পোশাকের ‘নিজস্ব ব্র্যান্ড’ গড়তে কর্মশালা

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৫ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২২ পিএম, ১৭ জুলাই ২০১৭ সোমবার

দেশের পোশাক শিল্পের উন্নয়ন এবং পোশাকের ‘নিজস্ব ব্র্যান্ডের’ বিকাশ নিয়ে আগামী ২৯ জুলাই একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো কারখানার মালিকরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন। এজন্য তাদের কর্মশালা শুরুর আগেই নিবন্ধন করতে হবে।

কর্মশালায় পোশাক শিল্পে ‘নিজস্ব ব্র্যান্ড’ তৈরি এবং ইউরোপ ও আমেরিকার ভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের পদ্ধতির কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিএই-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, এ কর্মশালায় অংশ নিয়ে একজন উদ্যোক্তা সারা বিশ্বের বিখ্যাত ব্র্যান্ড ও স্বতন্ত্র নকশা সম্পর্কে ধারণা পাবেন।

আর/ডব্লিউএন