ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন টেড ক্রুজ, ডেমোক্রেট দলে এগিয়ে আছেন হিলারি

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার

us elecমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আইওয়া অঙ্গরাজ্যে দলীয় প্রার্থীতার লড়াইয়ে রিপাবলিকান দলের বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন টেড ক্রুজ। অপরদিকে ডেমোক্রেট দলে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেট দল থেকে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষিত না হলেও সামান্য ব্যবধানে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন নিজেকে জয়ী বলে ঘোষণা করেছেন। কৌশলগত দিক দিয়ে আইওয়ার ককাসের ভোট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের। কারণ, এ ভোটের ফল অন্যান্য রাজ্যগুলোর ভোটারদের প্রভাবিত করতে পারে। আইওয়ার পর ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্গরাজেই চলবে এই মনোনয়ন প্রক্রিয়া। জুলাইয়ে প্রত্যেক দলের প্রার্থী চূড়ান্ত হবে, নভেম্বরে যারা প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন।