মগবাজারে ব্যবসায়ীকে গুলি
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৭ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৮:১৯ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার

রাজধানীর মগবাজারের দিলু রোডে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। ওই ব্যবসায়ী বাংলাদেশ মেডিকেল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ইস্কাটন রোডের বাসা থেকে আনোয়ার হোসেন নিজে প্রাইভেটকার চালিয়ে দিলুরোড দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী তাকে তিনটি গুলি করে। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি তার পিঠে লাগে। তাকে ঢাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, এটি ছিনতাইয়ের কোনো ঘটনা নয় বলেই তাদের মনে হচ্ছে। যদি ছিনতাইকারীরাই গুলি করত, তাহলে তারা কিছু ছিনিয়ে নিত। ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আর/ডব্লিউএন