ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৫১ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার

খুলনা মহানগরের দৌলতপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন দৌলতপুর থানার আঞ্জুমান রোডের নুরু পাটোয়ারীর ছেলে। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি ও মাদকের পাঁচটি মামলা আছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ দেলোয়ারকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর থানার ওসি হুমায়ূন কবির গণমাধ্যমকে জানান, একদল ব্যক্তি দৌলতপুরের কল্পতরু মার্কেটের মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে জানতে পায় পুলিশ। পুলিশের একটি দল কল্পতরু মার্কেটের মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এর কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি গুলি, দুটি রামদা ও একটি শাবল উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে আহত হন হালিম, আরাফাত হোসেন ও মাহবুব নামের তিন পুলিশ সদস্য। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববারও খুলনায় কথিত বন্দুযুদ্ধের ঘটনা ঘটে। এতে গ্রেফতার এক আসামিসহ দুইজনের মৃত্যু হয়।

//এআর