ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

শিক্ষাক্ষেত্রে অবদানের পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৫০ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭’-এর জন্য মনোনীত হয়েছেন তিনি।

আগামী ২৩-২৪ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে শিক্ষামন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে পাঠানো পত্রে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এ ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি।’

ডব্লিউএন