ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

এক সেলফিতেই ক্ষতি দেড় কোটি টাকা! (ভিডিও)

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:০৬ পিএম, ১৮ জুলাই ২০১৭ মঙ্গলবার

স্মার্টফোন সহলভ্য হওয়ার পর থেকে কোনো বিশেষ মুহূর্তকে ধরে রাখার প্রবণতা বেড়েছে সব বসয়ী মানুষের। এজন্য বেড়ে গেছে সেলফি (নিজের ছবি নিজে তোলা) তোলার ধুম। সেলফি তুলতে গিয়ে অনাকাঙ্খিত দূর্ঘটনায় একাধিক প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

তবে এবার বিষয়টা একটু আলাদা। একটা সেলফির জন্য ক্ষতি হয়ে গেল প্রায় এক কোটি ষাট লাখ টাকা মূল্যের শিল্প সামগ্রী!

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সেলফির কারণে ঘটে গেল এমনই এক ঘটনা।

লস অ্যাঞ্জেলসের একটি অডিটোরিয়ামে শিল্পী সাইমন বার্চের প্রদর্শনী চলছিল।

ওই প্রদর্শনীতে পর পর সাজানো ছিল সোনা, রুপা, পিতল, পাথরের গুঁড়ো, কাঠ এবং ফাইবার দিয়ে তৈরি নানা রকম মূর্তি ও ভাস্কর্য।

এই প্রদর্শনীর টানেই সেখানে হাজির হয়েছিলেন বহু মানুষ। অধিকাংশ দর্শকই প্রদর্শনীতে ঢুকে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

এক তরুণীও প্রদর্শনীতে ঢুকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

সেলফি তুলতে মত্ত তরুণী বুঝতেও পারেননি যে, তার পায়ের সঙ্গে পেছনে রাখা মূর্তির বাক্সের মস্ট্যান্ডে ধাক্কা লাগছে।

স্ট্যান্ড নড়ে যাওয়ায় একটি মূর্তি পিছনের দিকে হেলে পড়ে। তারপর…

মুহূর্তের মধ্যে একের পর এক মূর্তি স্ট্যান্ডসহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

চোখের সামনে এমন একটা কাণ্ড ঘটতে দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান প্রদর্শনীতে উপস্থিত অন্যান্য দর্শক।

ঘটনার সিসিটিভি ফুটেজটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিগত তিন দিনের মধ্যে ইউটিউবে ভিডিওটি দেখেছেন ৫২ লাখেরও বেশি মানুষ। সংখ্যাটি বেড়েই চলেছে।

শিল্পী এবং অডিটোরিয়াম কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার সমান।

এই বিপুল মূল্যের সামগ্রীর ক্ষতি হওয়ায় কর্তৃপক্ষের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

ডব্লিউএন