ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

গাজীপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায়

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১৫ বছরের এক কিশোরকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। এসময় আদালত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অন্য একটি ধারায় তাদের আরও পাঁচ হাজার টাকা করে জরিমানাসহ তিন বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার ব্রহ্মণগাঁও এলাকার আ. কাদিরের ছেলে শামীম, বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম, মজনু সরকার ওরফে মজলুর ছেলে সাদ্দাম হোসেন, আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে শফিকুল ও ছমির উদ্দিনের ছেলে বাবু।

রায় ঘোষণার সময় সাদ্দাম ও বাবু উপস্থিত থাকলেও অন্য তিনজন পলাতক রয়েছে।

আর/ডব্লিউএন