ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

ভারতের বিদ্যুৎ আমদানির মেয়াদ বাড়ল ৬ মাস

প্রকাশিত : ১০:১৬ পিএম, ১৯ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৯:১১ এএম, ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

ভারতের খোলা বাজার থেকে দৈনিক ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আমদানিতে মেয়াদ বৃদ্ধি ও ট্যারিফ নির্ধারণ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকারের আরও ১১ উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিদ্যুত আমাদানির বর্ধিত এ মেয়াদের বিদ্যুতে সরকারের ব্যয় হবে প্রায় ৬২৭ কোটি ৫৯ লাখ টাকা। প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৬ টাকা ০৬৪ পয়সা ট্যারিফ মূল্যে এ বিদ্যুৎ ক্রয় হবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রমতে, বিদ্যমান চুক্তির আওতায় ভারতীয় প্রতিষ্ঠান পাওয়ার ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটডের মাধ্যমে এ বিদ্যুৎ আনা হচ্ছে। নতুন মেয়াদ বৃদ্ধির ফলে আরও ৬ মাস বিদ্যুৎ রপ্তানির সময় পেল প্রতিষ্ঠানটি।

আরকে/ডব্লিউএন