শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : আটক ১২
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৮ এএম, ২২ জুলাই ২০১৭ শনিবার

পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।
শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করে জাদুঘর থেকে কাঁটাবনের দিকে যাওয়ার রাস্তা অবরোধ করে। এসময় সেখান থেকে ১২ জনকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেয়।
আর/ডব্লিউএন