ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

ফল ভালো না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৮:৫৭ এএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার

এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার বেলা ৩টার দিকে  রাজধানীর মগবাজার আমবাগান এলাকায় ঘটনা ঘটে।

নিহতের নাম জান্নাতুল নাইমা ইতি। বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী গ্রামে। তার বাবা শেখ আবদুল খালেক। গ্রামের একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় সে। মগবাজারে বোনের বাসায় বেড়াতে এসেছিল সে।

ইতির বোন শারমিন জানান, তাঁদের তিন বোনের মধ্যে সবার ছোট ছিল ইতি। পরীক্ষার কিছুদিন পর নাসরিনের মগবাজার আমবাগানের বাসায় বেড়াতে আসে ইতি।

শারমিন জানান, এইচএসসির ফল প্রকাশের পর ইতি দেখে সে কাঙ্ক্ষিত ফল পায়নি। পরে সে উকুন মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাতে তার মৃত্যু হয়।

//এআর