ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

টুইটারে অমিতাভের ফলোয়ার ২ কোটি ৮০ লাখ

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৪ জুলাই ২০১৭ সোমবার

বয়স ৭৪ বছর হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও সেই জনপ্রিয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের।  টুইটারের ফলোয়ারের সংখ্যাই বলে দিচ্ছে এই তারকার জনপ্রিয়তা কতটা।       

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভক্ত সংখ্যা প্রকাশ করেছেন অমিতাভ নিজেই। টুইটারে তিনি লিখেছেন, ‘২ কোটি ৮০ লাখ ফলোয়ার সংখ্যা। আপনাদের ভালোবাসায় আজকে এ অবস্থানে আসতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর তিন কোটির ঘর ছোঁয়ার অপেক্ষা।’

বয়স বাড়লে এখনও বলিউডের রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। সামনেই আসছে তার নতুন দুই সিনেমা ‘ঠগস অফ হিন্দুস্তান’ ও ‘১০২ নক আউট’।

টুইটারে ফলোয়ার সংখ্যার দিক দিয়ে অমিতাভের পরেই রয়েছে শাহরুখ খান। তার ফলোয়ার সংখ্যা ২ কোটি ৬৩ লাখ। ২ কোটি ৪১ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ‘সুলতান’ অভিনেতা সালমান খান। চতুর্থ অবস্থানে রয়েছেন ‘দঙ্গল’ তারকা আমির খান। তার টু্ইটার ফলোয়ার ২ কোটি ১৪ লাখ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

আর//এআর