ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

সাউদিয়া এয়ারলাইন্সে ত্রুটি : নিরাপদে ৩১৩ হজযাত্রী

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৫ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৭ পিএম, ২৫ জুলাই ২০১৭ মঙ্গলবার

সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট এসভি-৮১১ তে উড্ডয়নের আগে ক্রুটি ধরা পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইটটি কিছুটা বিলম্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

বিমানবন্দর সূত্র জানায়, ৩১৩ জন হজযাত্রী নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজটি বোডিং ব্রিজ থেকে সকাল সোয়া ১১টায় উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়া পর পেছন থেকে ধোয়া দেখতে পান রিজেন্টে এয়ারওয়েজের এক কর্মী। সঙ্গে সঙ্গে তিনি কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানান। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বিষয়টি পাইলটকে জানানো হলে তিনি সেখানেই উড়োজাহাজের ইঞ্জিন বন্ধ করে দেন।

পরে বিমানবন্দরে ফ্লাইটটির জরুরি অবস্থান ঘোষণা করা হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে উড়োজাহাজটি পুশ কার্ট দিয়ে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ফ্লাইটে থাকা হজযাত্রী, পাইলট ও বিমান কর্মীদের কোনো ক্ষতি হয়নি।

শিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় বেলা ১টা ৪৫ মিনিটে।

তবে আগুন লাগার কথা অস্বীকার করেন সাউদিয়া এয়ারলাইন্সের কর্মকর্তা তাজভিয়া জামান। তিনি ইটিভি অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফ্লাইটের এপিইউ-অক্সিলারি পাওয়ার ইউনিট সাটডাউন হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর সঠিক নয়।

উল্লেখ্য, সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই থেকে, চলবে ২৮ আগস্ট পর্যন্ত।