ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ইয়াবা পাচার : সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ হচ্ছে

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৫ জুলাই ২০১৭ মঙ্গলবার

ইয়াবার অপব্যবহার ও অবৈধ পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়ন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশকে মাদকমুক্ত করার লক্ষে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

তিনি বলেন, মাছ ধরার নাম করেই বেশিরভাগ ইয়াবা নাফ নদী দিয়েই আমাদের দেশে আসে। এজন্য নাফ নদীতে কিছু দিনের জন্য মাছ ধরতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের সময় ওই নদীর জেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরকে/ডব্লিউএন