‘পানির নীচে রাস্তা ভালো’
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৬ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৮:৪২ পিএম, ২৬ জুলাই ২০১৭ বুধবার

দু’দিনের টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এই জলাবদ্ধ রাস্তা যানবাহন এবং যাত্রী উভয়ের জন্যই অনাকাঙ্খিত বিপদ ডেকে আনতে পারে। তাই সমূহ বিপদ থেকে মানুষকে নিরাপদ রাখতে পানির নীচের রাস্তা সম্পর্কেও অবহিত করেছে ট্রাফিক বিভাগ।
এরই অংশ হিসেবে "পানির নীচে রাস্তা ভালো" শিরোনামে ঝোলানো হয়েছে সাইনবোর্ড।
এয়ারপোর্ট থেকে বনানীর দিকে আসতে র্যাডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারটির গোড়ায় সাইনবোর্ডটি স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।
সাইনবোর্ডটির ছবি তুলে ফেসবুক পাতায় শেয়ার করেছেন অনেকে।
এ ব্যাপারে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, একটু বৃষ্টি হলেই এয়ারপোর্ট থেকে আসা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশ একদম কোমর অব্দি পানিতে ডুবে যায়। অজানা বিপদ এড়াতে সড়কের জলমগ্ন অংশটি এড়িয়ে চলতে চায় যানবাহনগুলো। আর এর ফলে এই স্থানটিতে অনাকাঙ্ক্ষিত এবং দীর্ঘস্থায়ী যানজট লেগে যায়। যানজট এড়াতে ট্রাফিক বিভাগ এখন এই কৌশল করেছে।
এ নিয়ে ফেসবুকে অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যও করেছেন। বাদল খান নামের একজন লিখেছেন, ‘ট্রাফিক পুলিশ মহান’। কায়সার নামের একজন লিখেছেন, যানজটে ধৈর্য বাড়ে। সেবিন আল জাইদ লিখেছেন, ‘এরকম হলে ঢাকা শহরের সব ময়লা ধুয়ে যাবে’।
ডব্লিউএন